¡Sorpréndeme!

থার্ড ক্যারিয়ার চালু হলে বিমানভাড়া লাখ টাকারও কম হবে! || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

আসন্ন হজ মওসুমে হজযাত্রী পরিবহনে সীমিত পরিসরে হলেও থার্ড ক্যারিয়ার (বিমান ও সৌদি এয়ারলাইনস ছাড়া অন্য এয়ারলাইনস) চালুর সুযোগ চান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) শীর্ষ নেতারা। তারা বলছেন, বর্তমানে হজযাত্রীদের কাছ থেকে তিনগুণ বেশি বিমানভাড়া আদায় করা হচ্ছে। থার্ড ক্যারিয়ার চালু হলে বিমানভাড়া এক লাখ টাকার নিচে নামিয়ে আনা সম্ভব।

গত হজ মওসুমে বাংলাদেশ থেকে এত লাখ ২৭ হাজারেরও বেশি নারী, পুরুষ ও শিশু পবিত্র হজ পালন করে। মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স পরিবহন করে।

#jagonews24 #hajj

নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2SjzCVM